Wednesday, July 20 2022

জাতীয় মানবাধিকার কমিশনে চাকরি, আবেদন অনলাইনে

জাতীয় মানবাধিকার কমিশনের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সংস্থায় তিনটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: গ্রন্থাগারিক

    পদসংখ্যা:

    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান, গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি; এবং কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

    বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ২. পদের নাম: ডেটা/এন্ট্রি কন্ট্রোল অপারেটর

    পদসংখ্যা:

    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: জেলা কোটাপূর্ণ থাকায় সাতক্ষীরা, বরিশাল, ভোলা, কুষ্টিয়া, চাঁদপুর, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুর, গাইবান্ধা, নোয়াখালী, পঞ্চগড়, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

  • ৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা:

    যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ থাকতে হবে।

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: জেলা কোটাপূর্ণ থাকায় সাতক্ষীরা, বরিশাল, ভোলা, কুষ্টিয়া, চাঁদপুর, ময়মনসিংহ, দিনাজপুর, জামালপুর, গাইবান্ধা, নোয়াখালী, পঞ্চগড়, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা

আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় মেইল দিয়ে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২২, বিকেল ৫টা পর্যন্ত

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ আগস্ট ২০২২, বিকেল ৫টা পর্যন্ত


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

yesterday

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

yesterday