Thursday, August 11 2022

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে চাকরি

বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন ক্যাম্পের (কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় এবং নোয়াখালী জেলার ভাসানচরে স্থাপিত ক্যাম্প) জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইউএনএইচসিআর থেকে অর্থায়নপ্রাপ্তি সাপেক্ষে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: কেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স অফিসার
    পদসংখ্যা: ১২
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

  • ২. পদের নাম: সিনিয়র রিপোর্টিং এবং মনিটরিং সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ৩৪,২০০ টাকা।

  • ৩. পদের নাম: কমিউনিটি মোবিলাইজেশন সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ২৭,৬০০ টাকা।

  • ৪. পদের নাম: ইনফরমেশন সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ২৭,৬০০ টাকা।

  • ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ২৭,৬০০ টাকা

  • ৬. পদের নাম: হিসাব সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ২৭,৬০০ টাকা।

  • ৭. পদের নাম: ফ্লিট অ্যাসিস্ট্যান্ট/পরিবহন সহকারী
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। যানবাহন ব্যবস্থাপনা এবং গাড়ির যন্ত্রাংশ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস প্রার্থী অগ্রাধিকার পাবেন।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ২৭,৬০০ টাকা।

  • ৮. পদের নাম: পিএ টু আরআরআরসি/এআরআরআরসি
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ডেটা এন্ট্রিসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ২৭,৬০০ টাকা।

  • ৯. পদের নাম: ওয়াটার কোয়ালিটি সুপারভাইজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান/সরকারিভাবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস। পানির গুণগত মান, হাইজিন ও ওয়াশ বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
    বেতন: সাকুল্যে মাসিক বেতন ৩৫,০০০ টাকা।

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩১ জুলাই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে
নির্ধারিত ফরমে আবেদনপত্র শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০ টাকার ডাকটিকিট সংবলিত ফেরত খাম (প্রার্থীর বর্তমান ঠিকানাসহ) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও জন্মতারিখ, মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সনদ, জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, ইউপি চেয়ারম্যান/ পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়ন করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। চাকরির নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, মোটেল রোড, কক্সবাজার।

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২২

আবেদনের শেষ সময়: ২৮ আগস্ট ২০২২


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago