Monday, March 22 2021

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চারটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চার পদে চাকরি পাবেন পাঁচজন। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে প্রোগ্রামার পদে দুজন, নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার একজন, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার একজন ও সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) পদে একজন নিয়োগ পাবেন। ফুলটাইম এ চাকরিতে নারী-পুরুষ সবাই আবেদন করতে পারবেন।

বেতন

প্রোগ্রামার, নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা। সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) পদের বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা। এ ছাড়া নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধাও পাবেন এসব পদে নিয়োগ পাওয়া ব্যক্তিরা।

চাকরি আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে এসব পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/career/mar182021_bscs_50.pdf এর মাধ্যমে আবেদন করতে পারবেন । আবেদনের সঙ্গে ৬০০-৬০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি

রকেটের মাধ্যমে ২০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

আগামী ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগামী ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন


RECENT NEWS

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

2 days ago

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি

১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে

4 days ago