Thursday, April 1 2021

সোনালী ব্যাংকে মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্যভুক্ত সোনালী ব্যাংক লিমিটেডে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘মেডিকেল অফিসার’ পদে ১ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএসে উত্তীর্ণ। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন সনদপ্রাপ্ত হতে হবে।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদনের বয়স

গত বছরের মার্চে বাংলাদেশে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয় দেশে। ১৮ মার্চে প্রথম মৃত্যু। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে বন্ধ ছিল চাকরির অনেক নিয়োগ ও পরীক্ষা। গত বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে সোনালী ব্যাংকে মেডিকেল অফিসার পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ১ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে ৩২ বছর।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

রকেটের মাধ্যমে ২০০ টাকা পাঠাতে হবে।

আগ্রহী প্রার্থীরা ১২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago