Tuesday, April 20 2021

চাকরির সুযোগ ওয়ার্ল্ড ভিশনে

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‌‘অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন’ বিভাগে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উপপরিচালক–অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন পদের জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পূর্ণকালীন কাজের জন্য একটি পদের লোক নেওয়া হবে। এ পদে কেউ চাকরি পেলে তার কর্মস্থল হবে রাজধানী ঢাকায়। ৩০ বছর বয়সের যে কেউ যোগ্যতাপূরণ সাপেক্ষে এ পদের জন্য আবেদন করতে পারবেন। ২৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদন যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডি, হিউম্যান রাইট, ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্স, গভার্ন্যান্স এবং পাবলিক পলিসি যেকোনো একটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয় পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্ব ও আইন-অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণ করার দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা থাকতে হবে। এ পদের চাকরির জন্য ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে

অনলাইনে আবেদন করতে : https://jobs2.bdjobs.com/Details?id=962958&fcatId=12&ln=1

বেতন ও সুযোগ–সুবিধা

এ পদের জন্য বেতন মাসে ১৫০,০০০-১৭০,০০০ টাকা। সাপ্তাহিক ছুটি দুদিন, মোবাইল বিল ও মেডিকেল ভাতাও মিলবে। উৎসব বোনাস মিলবে বছরে একবার। এ ছাড়া প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী অন্যান্যা সুযোগ–সুবিধাও মিলবে ‘উপপরিচালক-অ্যাডভোকেসি অ্যান্ড জাস্টিস ফর চিলড্রেন’ পদে চাকরি পেলে।

২৬ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।


RECENT NEWS

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ

আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

2 days ago

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি

১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে

4 days ago