Tuesday, April 20 2021

এসএমই শাখায় লোক নেবে এনআরবি ব্যাংক

বেসরকারি খাতের এনআরবি ব্যাংক লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই ব্যাংকিং শাখায় লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম বিভাগীয় প্রধান (এসএমই ব্যাংকিং)। পূর্ণকালীন কাজ। বাংলাদেশের যেকোনো স্থানে চাকরি করতে হবে এ পদে চাকরি পেলে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে এসএমই বিভাগে প্রধান বা উপপ্রধান হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাণিজ্যিক ব্যাংকিং, এসএমই ব্যাংকিং সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কম্পিউটারবিষয়ক জ্ঞান ও অফিস অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। থাকতে হবে যোগাযোগে দক্ষতাও। বয়স ৫৫ বছর পেরিয়ে গেলে এ পদে আবেদন করা যাবে না।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন–ভাতা নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ৩০ এপ্রিল পর্যন্ত।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

17 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

17 hours ago