বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
নিম্নলিখিত পদসমূহে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুয়েটের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।
বুয়েট-আইসিটি সেল
ক. সিস্টেম এনালিস্ট: ১ টি। বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০ টাকা।
খ. সহকারী ডাটাবেজ প্রোগ্রামার: ১ টি। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।
গ. সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ১ টি। বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদ: প্রোগ্রামার: ১ টি। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
প্রকৌশল অফিস
ক. নির্বাহী প্রকৌশলী (পুর) : ১ টি। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
খ. নির্বাহী কর্মকর্তা: ১ টি। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা।
গ. উপসহকারী প্রকৌশলী-কাম-এস্টিমেটর (পুর) : ১ টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
ঘ. উপসহকারী প্রকৌশলী (এস্টিমেটর) (পুর) : ১ টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
ভাইস চ্যান্সেলর অফিস
পদ: সহকারী রেজিস্ট্রার (কো-অর্ডিনেশন) : ১ টি। বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা।
রেজিস্ট্রার অফিস
পদ: ক) সহকারী রেজিস্ট্রার: ২ টি। বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০ টাকা।
খ) প্রশাসনিক অফিসার: ২ টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
ছাত্রকল্যাণ পরিদপ্তর
পদ: ক) মেডিকেল অফিসার (মেডিকেল সেন্টার) : ১ টি। বেতন স্কেল: ২৩০০০-৫৫৪৭০ টাকা।
খ) ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (শারীরিক শিক্ষা বিভাগ) : ১ টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
কম্পট্রোলার অফিস
পদ: ক) অ্যাকাউন্টস অফিসার: ৩ টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
খ) সহকারী প্রোগ্রামার: ১ টি। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
পদ: ক) সহকারী টেকনিক্যাল অফিসার: ২ টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
খ) সহকারী টেকনিক্যাল অফিসার (ড্রাফটিং) : ১ টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
দপ্তর: নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ
পদ: ক) সহকারী ইনস্ট্রাক্টর: ১ টি। বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদগুলোতে আবেদনের বিস্তারিত তথ্য বুয়েট ওয়েবসাইটে (regoffice.buet.ac.bd) পাওয়া যাবে।
বুয়েটের বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন সাড়ে তিন লাখের বেশি
আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ
লিংক থেকে তারিখ জেনে নিন
