Monday, June 21 2021

বিকেএসপিতে চাকরির সুযোগ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম নির্বাহী প্রকৌশলী। পদের সংখ্যা ১টি। চাকরির ধরন স্থায়ী। বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৪০ বছর। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিংয়ে (সিভিল) স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত অথবা বেসরকারি প্রতিষ্ঠানে সহকারী প্রকৌশলী হিসেবে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. পদের নাম অফিস সহায়ক। পদের সংখ্যা ১টি। চাকরির ধরন স্থায়ী। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩. পদের নাম হোস্টেল বেয়ারার। পদের সংখ্যা ১টি। চাকরির ধরন স্থায়ী। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে নির্ধারিত ফরমে স্বহস্তে লিখিত আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। ২০২১ সালের ১৫ জুলাই প্রার্থীর বয়স কত হয়, তা আবেদনে উল্লেখ করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ১ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

আবেদন যেভাবে: আবেদনপত্র পাঠাতে হবে মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা বরাবর।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই, ২০২১

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় ডাকা হবে।

আগ্রহী প্রার্থীকে ১৫ জুলাইয়ের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

17 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

17 hours ago