Tuesday, September 28 2021

শেখ হাসিনা প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চাকরি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শূন্য পদে লোকবল নিয়োগে আবেদনের সময় আবার বাড়ানো হয়েছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ কথা জানায়।

সম্প্রতি ৮টি পদে মোট ৪৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরির আবেদনে বয়স ও আবেদনের সময় বৃদ্ধি করে আগস্টের শেষে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে প্রার্থীর আবেদনের বয়স ছিল ১ আগস্ট ২০২১ তারিখে ১৮-৩০ বছর। সংশোধন করে ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের কথা জানানো হয়। আর চাকরিতে আবেদনের শেষ তারিখ ছিল ৩১ আগস্ট। তা বাড়িয়ে ৭ সেপ্টেম্বর করা হয়েছে। এবার আবারও আবেদনের সময় বাড়ানো হয়। সবশেষ সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়োগের আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে।

পদের নাম ও পদসংখ্যা

১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—৪
২. সহকারী লাইব্রেরিয়ান—১
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—১৮
৪. স্টোরকিপার—৩
৫. ওয়ার্ড মাস্টার—৯
৬. লিলেন কিপার—২
৭. টেলিফোন অপারেটর—৩
৮. ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার—৪

আবেদনের যোগ্যতা

প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। http://shnibps.teletalk.com.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করা যাবে।

চাকরিতে আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ৭ সেপ্টেম্বর করা হয়েছে।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

yesterday

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

yesterday