public Thursday, October 14 2021
কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (সিপিজিসিবিএল) চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) পদে নিয়োগ দেওয়া হবে সিপিজিসিবিএলে। আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১১ নভেম্বরের মধ্য।
পদের বিবরণ
সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): ১ জন
মূল বেতন: ৫২,০০০ টাকা
বয়স: সর্বোচ্চ ৫০ বছর।
আবেদন
আগ্রহী প্রার্থীরা আবেদন ফরম ও আবেদনের বিস্তারিত নিয়মাবলি ও তথ্যের পাবেন প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.cpgcbl.gov.bd-তে।
আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ১১ নভেম্বরের মধ্য।
RECENT NEWS
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
