শিক্ষক নেবে বুয়েট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার প্রথম আলোর ১৩ নম্বর পৃষ্ঠায় এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ১৪টি বিভাগে ৩০ জন শিক্ষক নেওয়া হবে। এগুলোর মধ্যে রয়েছে অধ্যাপক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও লেকচারার।
পদের বিবরণ:
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ
অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০ টাকা
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহযোগী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা
রসায়ন বিভাগ
সহযোগী অধ্যাপকের ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা
পুরকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৫০০০০-৭১২০০ টাকা
সহকারী অধ্যাপকের ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
গণিত বিভাগ
সহকারী অধ্যাপকের ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপকের ১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
আইআইসিটি
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং
সহকারী অধ্যাপকের ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
স্থাপত্য বিভাগ
সহকারী অধ্যাপকের ৩টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
লেকচারারের ২টি অস্থায়ী পদ।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
কেমিকৌশল বিভাগ
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
লেকচারারের ১টি অস্থায়ী পদ।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহকারী অধ্যাপকের ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
লেকচারারের ১টি অস্থায়ী পদ।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
যন্ত্রকৌশল বিভাগ
সহকারী অধ্যাপকের ২টি পদ। ১টি স্থায়ী ও ১টি অস্থায়ী (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা
লেকচারারের ২টি অস্থায়ী পদ।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
পানিসম্পদ কৌশল বিভাগ
লেকচারারের ২টি অস্থায়ী পদ।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
যেভাবে আবেদন: বুয়েটের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৫ সেট আবেদনপত্র রেজিস্ট্রারের বরাবর জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এ ওয়েবসাইটে (https://regoffice.buet.ac.bd/)।
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২১
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২১
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
