ওয়াটারএইডে চাকরি, বেতন ৫৮,০০০
আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাইমেট রেজিলেন্স প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: উল্লেখ নেই
যোগ্যতা: সামাজিক/পরিবেশ এবং উন্নয়ন অধ্যয়ন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে
কর্মস্থল: ঢাকা, বাংলাদেশ
চাকরির ধরন: চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি। এরপর চুক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৫৮,০০০-৬৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে প্রভিডেন্ট ফান্ড, উৎসব ভাতা, জীবনবিমা ও চিকিৎসাসুবিধা।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকের ( https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?_1a6b0`1_DcA_J_pca\y]pbA_nal`O`o]/]oc.^b]j^bas`oa/`=_gcp[r\tbr^y[pbA\o]=[5c6c0_=[Oc?c.^l`p_e`i\n^b^J`m[c[s]oad^.[bbj^/ce[a^n^uae_&]l^p`b\J_p5 ) মাধ্যমে আবেদন করতে হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে ওয়াটারএইডের ওয়েবসাইটে ( https://www.wateraid.org/ )।
আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০২১
আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর, ২০২১
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
