Saturday, November 27 2021

কৃষি উন্নয়ন করপোরেশনে চাকরির সুযোগ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ১০৫ পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত মঙ্গলবার বিএডিসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে (http://badc.gov.bd/sites/default/files/files/badc.portal.gov.bd/notices/75dbd189_09d2_4a73_b3d2_ff085b7168b5/2021-11-24-14-43-03bb9cc701bf9f207b604f0359aa90f0.pdf) জানানো হয়েছে, এসব পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্যতা পূরণ সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

  • পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
    পদের সংখ্যা: ৩৪
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

যেসব প্রার্থীর বয়স ২৫ নভেম্বর ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

  • পদের নাম: সহকারী নিরীক্ষণ কর্মকর্তা
    পদের সংখ্যা:
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০
    যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

  • পদের নাম: উচ্চতর গুদাম সংরক্ষক
    পদের সংখ্যা:
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।

  • পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
    পদের সংখ্যা: ৬৪
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০
    যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেটসহ প্রতি মিনিটে ইংরেজিতে কমপক্ষে ৪০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ টাইপিংয়ে গতি থাকতে হবে।

বয়সসীমা
যেসব প্রার্থীর বয়স ২৫ নভেম্বর ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকবে তাঁরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা হবে ১৮ থেকে ৩২ বছর। এসএসসির সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের (http://badc.teletalk.com.bd/home.php) মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে vas.query@teletalk.com.bd ঠিকানায় মেইল করা যেতে পারে। আবেদন ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই দুই লিংকে (http://badc.gov.bd/sites/default/files/files/badc.portal.gov.bd/notices/75dbd189_09d2_4a73_b3d2_ff085b7168b5/2021-11-24-14-43-03bb9cc701bf9f207b604f0359aa90f0.pdf) (http://badc.gov.bd/sites/default/files/files/badc.portal.gov.bd/notices/75dbd189_09d2_4a73_b3d2_ff085b7168b5/2021-11-24-14-44-dc0669c504aab472c0a3382d00121e8f.pdf) পাওয়া যাবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা নিয়মানুযায়ী টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়
২৫ নভেম্বর সকাল ১০টা থেকে আগামী ২০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের শেষ সময়
২৫ নভেম্বর সকাল ১০টা থেকে আগামী ২০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

18 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

18 hours ago