Saturday, December 4 2021

পিকেএসএফে চাকরির সুযোগ

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় প্রোগ্রাম অফিসার পদে জনবল নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: প্রোগ্রাম অফিসার (ট্রেনিং, কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট)
    পদসংখ্যা:
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এক বছরের চুক্তি। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।
    মাসিক বেতন: ৯০ হাজার টাকা

যেভাবে আবেদন
আবেদন করতে হবে অনলাইনে এই লিংকের (https://pksf-bd.org/e_recruitment/index.php?r=site/jobpost&post_id=202%E0%A5%A4) মাধ্যমে। আবেদন করার আগে এই লিংক (https://pksf-bd.org/e_recruitment/index.php?r=site/Jobcircular) থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০২১।

আবেদনের শেষ তারিখ: ১৮ ডিসেম্বর ২০২১।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

yesterday

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

yesterday