Wednesday, December 8 2021

ইউএসএআইডিতে চাকরি

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 • পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট (রোভিং), এফএসএস-০৬
  পদের সংখ্যা: অনির্ধারিত
  চাকরির ধরন: স্থায়ী
  কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
  যোগ্যতা: প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। করণিক কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ প্রশাসনিক কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই নথিপত্র তৈরি ও ব্যবস্থাপনা এবং মেইল ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
  বেতন: মাসে ৭৮,৯০৯ থেকে ১,৩৬,৫৯৯ টাকা।
  অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাসসহ টিএ, মুঠোফোন বিল, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুদিন ছুটি, ইনস্যুরেন্স ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এই লিংক (https://www.usaid.gov/bangladesh/vacancy-announcement/72038822r10004-administrative-assistant-roving-fsn-06) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে আবেদন করতে পারবেন। এ লিংকেই নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২১

আবেদনের শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২১


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago