টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নেবে অফিসার ও প্রশিক্ষক
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) প্রকল্পের আওতায় টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রশিক্ষণকেন্দ্রে দৈনিক হাজিরার ভিত্তিতে অস্থায়ীভাবে ছয়টি পদে লোক নেওয়া হবে।
পদের নাম: জব প্লেসমেন্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স পাসসহ বেসরকারি উন্নয়ন সংস্থায় তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: প্রতি কার্যদিবসে ১৫০০ টাকা। মাসে ২৩ দিন কার্যদিবস হলে মোট বেতন ৩৪ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ উৎসে কর কাটা হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লিখিত আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা ও মুঠোফোন নম্বর লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অধ্যক্ষ, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২১।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০২১।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
