Saturday, December 11 2021

আইসিবি ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ব্যাংকে ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/কমার্সে স্নাতক বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। তবে সিএ, সিএমএ পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে বা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জবিষয়ক কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন, মার্কেট রিস্ক, ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টবিষয়ক কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
    বেতন: আলোচনাসাপেক্ষ।

    যেভাবে আবেদন করবেন
    আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?1[2a1_1\D[A`J\p[a_ybpcA`n\l]O]o\/coc.`b[jcb[s]o\/]=]g[p_ratbr^y\paA^ob=c3a3_0_=[IbOb?_s`._l[p`e\i\ncb_J^m]cbsaoZd`.bbaj_/[e_abnZu]e^&\lcp[b]Jcp[2) লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২১।

আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২১।


RECENT NEWS

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন সাড়ে তিন লাখের বেশি

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৩

yesterday

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ

লিংক থেকে তারিখ জেনে নিন

yesterday