Tuesday, December 14 2021

নেসলে বাংলাদেশে সদ্য স্নাতকদের চাকরি

নেসলে বাংলাদেশ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এরিয়া নিউট্রিশন অফিসার’ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: এরিয়া নিউট্রিশন অফিসার
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: বায়োলজিক্যাল সায়েন্স/ রসায়ন/ ফার্মেসি/ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে স্নাতকোত্তর। তবে স্নাতক পাসেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর পর্যন্ত অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোনো অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
    চাকরির ধরন: স্থায়ী
    কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
    বেতন: উল্লেখ নেই

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে এ লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?c5_1]1Z1cD^AbJ^p]a`ybp_Aan[l[O]oa/ao_.cbajcb[o[/[=cg]p_r`t]rcy_p\A`oa=`9^4]0c=`I`O^?^s].bl^pbe_ianbbcJ[m`c_sbo^db._b]jc/]e`abnbu\e[&alcp[baJcp5) লগইন করে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে (https://hotjobs.bdjobs.com/jobs/nestle/nestle156.htm) পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২১।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২১।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

yesterday

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

yesterday