ব্লাস্টে চাকরি
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ‘কমিউনিকেশন অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কমিউনিকেশন অফিসার।
পদসংখ্যা: ১
যোগ্যতা: সামাজিক বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে (বিশেষ করে, আইন, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক ও সাংবাদিকতা) স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। বাংলা ও ইংরেজি বিষয়ে ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারপারসোনাল, কমিউনিকেশন, প্রেজেন্টেশন অ্যান্ড অর্গানাইজেশন স্কিল থাকতে হবে। বাংলা ও ইংরেজি পারদর্শী হতে হবে। আইন ও বিচার, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর ও ফটোশপের কাজ জানতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: ৪০,০০০-৫০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুযোগ-সুবিধা: দুটি উৎসব বোনাস, ছয় মাসের প্রবেশন পিরিয়ড শেষে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা, সপ্তাহে দুই দিন ছুটি, বছর শেষে বেতন রিভিউ করা হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?3]5c1a1^D]AbJ^p^aay`p[Acn^l_O_o^/[o[.cb]j[b]s`o_/_=_g]parct]ray]pcA`ob=[1c4b0a=]IZOZ?bsb.al\pbe^i^n[b\J]m_cbsco\db.cja/]eaa_n\u\e`&^l[p]b_J[p]4) লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে এ লিংক থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর ২০২১।
আবেদনের শেষ তারিখ: ২৪ ডিসেম্বর ২০২১।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ
আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি
১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে
