আইডিএলসিতে অভিজ্ঞতা ছাড়াই চাকরি
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আইডিএলসি ইয়ুথ লিডারশিপ প্রোগ্রামে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (আইডিএলসি ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম)।
পদসংখ্যা: ২৮
যোগ্যতা: প্রার্থীর বিবিএ/এমবিএ বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিএসসি/এমএসসি বা সমমান ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সিজিপিএ–৪-এর স্কেলে ন্যূনতম ৩.০০ থাকতে হবে। ভ্রমণ করার মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসে ৫৫,০০০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহীদের অনলাইনে এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?4[0a1_1]D\A`J\p\a_ybp`Aan\l^O]o\/coZ.ab[j[s^o]/]=]g\p_rbtcr_y[paA^oc=_0b4`0`=cOb?`sa.`l[pae]ncb`J[m]cbsaobda.cbbj_/[e`abn[u[e^&\lZp[b]Jcp[2) লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২১।
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০২১।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
