Monday, December 20 2021

ওয়াটারএইডে নবীনদের চাকরি, বেতন ৩০,০০০, ছুটি দুই দিন

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ইয়াং প্রফেশনাল’ প্রোগ্রামে সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা নবীনদের নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ওয়াটারএইডের বাংলাদেশ অফিসে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ইয়াং প্রফেশনাল
    পদসংখ্যা: নির্ধারিত নয়
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর/এমবিএ। সিজিপিএ ৪.০০ এর স্কেলে কমপক্ষে ৩.০০ এবং জিপিএ ৫.০০ এর স্কেলে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে। এমএস অফিসসহ কম্পিউটার পরিচালনা জানতে হবে।
    বয়স: ২০২২ সালের জানুয়ারিতে সর্বোচ্চ ২৬ বছর। সদ্য বিশ্ববিদ্যালয় পাস ও চাকরির অভিজ্ঞতা নেই এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: ঢাকা

বেতন ও সুযোগ–সুবিধা: সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে, দুই দিন ছুটি। ৫ দিনে ৩৭ দশমিক ৫ ঘণ্টা কাজ করতে হবে এ পদে চাকরি পেলে। বেতন হবে ৩০,০০০-৩৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে মাসিক মুঠোফোন বিল ও উৎসব বোনাস।

যেভাবে আবেদন
কভার লেটার ও পাসপোর্ট সাইজ ছবিসহ জীবনবৃত্তান্ত ওয়াটারএইডের বাংলাদেশ অফিসে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম লিখতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা
দ্য হেড অব পিপল অ্যান্ড অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, হাউস–৯৭ /বি, রোড–২৫, ব্লক–এ, বনানী, ঢাকা ১২১৩।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২১।

আবেদনের শেষ সময়: ২৩ ডিসেম্বর ২০২১।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

18 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

18 hours ago