Tuesday, December 21 2021

নারী কর্মী নেবে আরএফএল, জানতে হবে স্কুটি চালানো

আরএফএল গ্রুপ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ম্যানেজমেন্ট ট্র্রেইনি অফিসার পদে শুধু নারীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অবশ্যই স্কুটি চালানোর দক্ষতা থাকতে হবে। এ পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্র্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বিষয়ে বিবিএ বা এমবিএ। ভালো কমিউনিকেশন স্কিল এবং চাপের মধ্যেও কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: মাসিক ২৫,০০০ টাকা। এ ছাড়া রয়েছে মুঠোফিন বিল, ভ্রমণ ভাতা ও উৎসব বোনাস।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই লিংকের (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?b4^4\1c1bD]AcJbp\a_y`p]Abn`laOco`/`o].bb`jabbsco^/]=bg\p^r_t[ray^p[A_o`=^5\5\0b=_I_O\?]s\.al]pceci`nabaJam_c^sao]da.^b\ja/\e_aanauZeb&`lbpcb`Jbp9) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২২।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২২।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago