Sunday, February 14 2021

আম্মানে বাংলাদেশ দূতাবাসে অনুবাদকের চাকরি

রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ কোম্পানির মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর কাজ হয়। এবার এই কোম্পানি জর্ডানে রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাসে একজন অনুবাদক নিয়োগের জন্য বিজপ্তি প্রকাশ করেছে। অনুবাদক (মহিলা) নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

পদটিতে আবেদন করতে চাইলে কমপক্ষে আরবি/ইসলামিক স্টাডিজ/ফাজিল/কামিল বা সমমানের স্নাতক ডিগ্রিধারী হতে হবে প্রার্থীকে। আরবি ও ইংরেজি ভাষায় বিশেষ দক্ষতা থাকতে হবে। আরবি থেকে ইংরেজি ও বাংলা এবং বাংলা ও ইংরেজি থেকে আরবি লেখার অনুবাদে দক্ষ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।

প্রার্থীদের আবেদনপত্র ‘ব্যবস্থাপনা পরিচালক, বোয়েসেল, প্রবাসীকল্যাণ ভবন, (৫ম তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০’ বরাবর আগামী ২৫ মার্চের মধ্যে পাঠাতে হবে।

জর্ডানে রাজধানী আম্মানে বাংলাদেশ দূতাবাসে একজন অনুবাদক (মহিলা) নিয়োগের জন্য বিজপ্তি প্রকাশ করা হয়েছে। বেতন ৮৪০ ডলার।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

yesterday

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

yesterday