Wednesday, December 22 2021

ওয়ান ব্যাংকে চাকরি, বুয়েট-ডুয়েট-রুয়েট-চুয়েট অগ্রাধিকার

বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র প্রিন্সিপাল অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: সিনিয়র প্রিন্সিপাল অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে। বুয়েট, ডুয়েট, রুয়েট ও চুয়েট থেকে পাস করা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক অ্যান্ড ফিন্যান্সিয়্যাল ইনস্টিটিউশন, লিজিং ফিন্যান্সিংয়ে সম্যক ধারণা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অটোক্যাড, এমএস অফিস, এক্সেলে পারদর্শী হতে হবে।
    কর্মস্থল: ঢাকা
    বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?`5\0^1a1`D[AaJ`pZa]y^p\AanblbOao^/^o\.`b^j`bcsbob/b=`gbp]t]r`y\pcA]o^=\0[6Z0`=]I]O[?[s_._l[paeai^n_b`Jbm]c_o[d_.]j`/Ze]a_n_ucea&^l`pbb^J`p7) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1016005&fcatId=2&ln=1) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২২।

আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২২।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago