Saturday, December 25 2021

পিএসসি নন-ক্যাডারে চতুর্থ থেকে দশম গ্রেডে নেবে ৩২৭ জন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) নন-ক্যাডারে নিয়োগের জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি পিএসসির ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে। চতুর্থ থেকে দশম গ্রেডে এসব নিয়োগ দেওয়া হবে, মোট পদ ৩২৭টি।

বিজ্ঞাপন

আগ্রহী প্রার্থীরা (http://www.bpsc.gov.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদন করতে হবে পিএসসির নির্ধারিত ফরমে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন ও ফি জমা শুরু হবে ২৮ ডিসেম্বর। আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত। এসব নিয়োগ বিজ্ঞপ্তিসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে পিএসসির ওয়েবসাইটে।

আবেদন ফি

আবেদন ফি ৫০০ টাকা।

*বিজ্ঞপ্তি-১ দেখতে ক্লিক করুন এখানে (http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/1d3c62a8_0817_4f1b_9bc5_eb0e052d20c2/(177-207)%20Advertisement-(Combined)December%202021.pdf)

*বিজ্ঞপ্তি-২ দেখতে ক্লিক করুন এখানে (http://www.bpsc.gov.bd/sites/default/files/files/bpsc.portal.gov.bd/psc_exam/dcce28b3_68f8_4c57_9099_42cbee09fa71/(148-176)Online%20Regi%20(Higher%20Scale)%20December%202021.pdf)

আবেদন করা যাবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

8 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

8 days ago