বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ
বাণিজ্যিক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ অফিসার/ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড বিজনেস বিষয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপের কাজ জানতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে পারদর্শী হতে হবে।
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?3[3a1_1]D\A`J\p\a_ycp^Aan\l^O]o]/co\.ab[jZb[s^o]/]=]g\p`rbtcr_y[pbA^oc=]1b7`0`=cOb?`sa.`l[pae]ncb[J[m]cbsbo`da.abbj_/[e`abn[u[e^&\l]p[b]Jcp[2) লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০২২
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
