Thursday, December 30 2021

পাঁচ ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, আবেদন অনলাইনে

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান পঞ্চম, নবম ও দশম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট
    ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক
    পদসংখ্যা:
    যোগ্যতা: চাটার্ড অ্যাকাউন্ট অথবা আইসিএমএ ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা।
    বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (পঞ্চম গ্রেড)।

  • ২. পদের নাম: সিনিয়র অফিসার (চিকিৎসক)
    ব্যাংক: অগ্রণী ব্যাংক
    পদসংখ্যা:
    যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৩. পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশল টেক্সটাইল)
    পদসংখ্যা: অগ্রণী ব্যাংকে ৭ ও জনতা ব্যাংকে ৩ জন।
    যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৪. পদের নাম: সিনিয়র অফিসার (প্রকৌশল ইলেকট্রিক্যাল)
    পদসংখ্যা: অগ্রণী ব্যাংকে ৩ ও জনতা ব্যাংকে ২ জন।
    যোগ্যতা: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৫. পদের নাম: সিনিয়র অফিসার (আর্কিটেকচার)
    ব্যাংক: জনতা ব্যাংক
    পদসংখ্যা:
    যোগ্যতা: আর্কিটেকচার বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৬. পদের নাম: সিনিয়র অফিসার (লেদার টেকনোলজি)
    ব্যাংক: জনতা ব্যাংক
    পদসংখ্যা:
    যোগ্যতা: লেদার টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৭. পদের নাম: সিনিয়র অফিসার (আইন)
    পদসংখ্যা: রূপালী ব্যাংকে ৩ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) ১ জন।
    যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৮. পদের নাম: সিনিয়র অফিসার (মেকানিক্যাল)
    পদসংখ্যা: জনতা ব্যাংকে ৩ ও অগ্রণী ব্যাংকে ১৫ জন।
    যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)।

  • ৯. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
    পদসংখ্যা: সোনালী ব্যাংকে ৫ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) ৩ জন।
    যোগ্যতা: সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে কমপক্ষে একটিতে প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)।

  • ১০. পদের নাম: লাইব্রেরিয়ান
    পদসংখ্যা: ইনভেস্টমেন্ট করপোরেশ অব বাংলাদেশে একজন।
    যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোম ডিগ্রি থাকতে হবে।
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (দশম গ্রেড)।

    বয়সসীমা

    ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে সর্বোচ্চ বয়স ৩৮ বছর, সিনিয়র অফিসার (চিকিৎসক) পদের সর্বোচ্চ বয়স ৩২ বছর। বাকি পদগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

যেভাবে আবেদন
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd/) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের আগে এই লিংক (https://erecruitment.bb.org.bd/openpdf.php) থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।

আবেদন ফি
২০০ টাকা। ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এই লিংকে জানা যাবে। প্রত্যেক পদের জন্য পৃথকভাবে ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেটের প্রি–পেইড পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে ফি দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২২ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।


RECENT NEWS

কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন সাড়ে তিন লাখের বেশি

আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৩

yesterday

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ

লিংক থেকে তারিখ জেনে নিন

yesterday