Sunday, January 2 2022

আইডিএলসিতে অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আইডিএলসি এসএমই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই অনলাইনে আবেদন করতে পারবেন।

 • পদের নাম: ট্রেইনি অফিসার
  পদসংখ্যা: অনির্ধারিত
  যোগ্যতা: প্রার্থীদের স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সেলসে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অফিস অ্যাপ্লিকেশন জানা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। সেলফ মোটিভেটেড, এনার্জেটিক ও ডায়নামিক পারসোনালিটির অধিকারী হতে হবে। এনবিএফআই বা ব্যাংকিং সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
  চাকরির ধরন: ফুল টাইম
  কর্মস্থল: জামালপুর, ময়মনসিংহ ও শেরপুর
  বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?9_4[1c1`D_AcJ`p_acy\p]A[n`laOao`/]o].[b_j]b_sboa/a=ag_pcr[tcy_p[Abo\=]9[8Z0c=_I\O\?Zsa.cl^p[e`i`n]b^J_mac[o^d\.^b[jc/_eca\n^u^eb&`l]p_baJ]p_6) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1018499&fcatId=2&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২২।

আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২২।


RECENT NEWS

কৃষি গবেষণা কাউন্সিলে চাকরির সুযোগ

আবেদনের শেষ সময়: ৪ সেপ্টেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত

8 hours ago

সুপ্রিম কোর্টে চাকরির সুযোগ, আবেদন ফি ২২০

আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২২, বিকেল ৪টা পর্যন্ত

2 days ago