Tuesday, January 4 2022

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডে নারীদের জন্য চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে নারী কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: কুকিং ডেমোনেস্ট্রেশন প্রমোটার
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে এইচএসসি/স্নাতক ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট কাজে এক-দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে টেকনিক্যাল বিষয়ে অধিক জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের সিএমএএম, আইওয়াইসিএফ, এমএএমআই ও এসবিসিসি বিষয়ে ধারণা থাকতে হবে। রোহিঙ্গা প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শুধু নারী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে রোহিঙ্গা ভাষা/চট্টগ্রামের স্থানীয় ভাষা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
    বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ২২,৪৭৩ টাকা। এ ছাড়া মাসিক হার্ডশিপ ভাতা ১০,০০০ টাকা, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, জীবন বিমা, ওপিডি কভারেজ ও মোবাইল বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1018633&fcatId=12&ln=1) থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে আপডেট সিভি, ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেট recruitment.bgd@concern.net ই–মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি, ২০২২।

আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি, ২০২২।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

17 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

17 hours ago