Monday, January 10 2022

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫ পদে চাকরির সুযোগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও প্রভাষক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপি রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি পৌঁছাতে হবে।

  • পদের নাম: সহকারী অধ্যাপক
    বিভাগ ও পদসংখ্যা: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (১টি) ও নাট্যকলা বিভাগ (১টি)।

  • পদের নাম: সহযোগী অধ্যাপক
    পদসংখ্যা:
    বিভাগ: ফার্মেসি বিভাগ

  • পদের নাম: প্রভাষক
    পদসংখ্যা:
    বিভাগ: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি, পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন করার বিস্তারিত নিয়মাবলিসহ আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংকে (https://www.job.jnu.ac.bd/) পাওয়া যাবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ/ প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন (৩) কপি রঙিন ছবি যুক্ত করে অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ আবেদনপত্র সহযোগী অধ্যাপক পদের জন্য ১১ সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৮ সেট ডাকযোগে/ কুরিয়ারে/ সরাসরি পৌঁছাতে হবে।

আবেদন ফি
সহযোগী অধ্যাপক পদের জন্য ৯০০ টাকা, সহকারী অধ্যাপক এবং প্রভাষক পদের জন্য ৬০০ টাকা শিওর ক্যাশ/ নগদ/ রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, রেজিস্ট্রার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২২।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২২।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

18 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

18 hours ago