ডাচ্-বাংলা ব্যাংক নেবে একাধিক কর্মী
বেসরকারি ডাচ্–বাংলা ব্যাংকের অধীন ডাচ্–বাংলা এজেন্ট ব্যাংকিং জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: আউটলেট রিলেশনশিপ অফিসার (ওআরও)
পদসংখ্যা: ৩০
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এইচএসসি পাস হলেও আবেদন করা যাবে। প্রার্থীদের নিজস্ব ল্যাপটপ থাকতে হবে। মার্কেটিং বিজনেস ও কম্পিউটার টাইপিংয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শুধু পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
বয়স: ১৮-৪৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?9a6]2[1cDbA\Jbpba[y^p`A]nblbOcoc/_o`.]baj`basZoc/c=cgbp^t_r[yap]A`o_=`5^1\0\=bI_O^?].\lap]ebicn_baJamcc^s^o`d].`b^j[/ae\a^nauae[&bl`pabcJ_pa8) লগইন করে আবেদন করতে হবে। এ ছাড়া citizen2988@gmail.com এই ঠিকানায় সিভি ই–মেইল করা যাবে। আবেদনের আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২২।
আবেদনের শেষ তারিখ : ৯ ফেব্রুয়ারি ২০২২।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
