ওয়ান ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে
বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক একাধিক কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট অফিসার/সাপোর্ট অফিসার
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ থেকে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।
বয়স: ২৫ থেকে ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসে বেতন ১৮,০০০-২০,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?8]6c2a1^D]AbJ^p]aaybp[Abn^l_O_o^/[o[.cb]j[b]s`o_/_=_g]parct_r`y]pcA`oZ=[1c1b0a=]IZO\?asb.al\pbe^i^n[b\J]m_cZsco\db.cja/\eaaan\u\e`&^l[p]b_J[p]4) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1021618&fcatId=2&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২২।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০২২।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
