প্রিমিয়ার ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
বেসরকারি দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ক্রেডিট কার্ড সেলস টিমে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ক্রেডিট কার্ড সেলসের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
বয়স: ২৪-৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া মাসিক লক্ষ্য পূরণের ওপর কমিশন রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?4[9a2_1\D[A`J\p[a_ybpcA`n\l]O]o\/coc.ab[jcb[s^o]/]=]g[p_ratbr^y[paA^ob=c6a1`0_=[IbOb?_s`._l\p`e\ncb`J_m]cbsaoZd`.cbaj_/\e_abnbu^e^&\lcp[b]Jcp[2) লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1021964&fcatId=2&ln=1) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২২।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২২।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ
আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি
১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে
