আইপিডিসি ফাইন্যান্সে চাকরি, নবীনেরাও আবেদন করতে পারবেন
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সাপ্লাই চেইন ফাইন্যান্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও লিজিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সদ্য বিশ্ববিদ্যালয় পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। সমস্যা সমাধান ও বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: চট্টগ্রাম/ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?]7c1a2^1]DbA^J]paacy[pbA]n_l^O^o[/[ob.[j_s^o_/_=]gapcrat`r\ycp`A[o[=c0a2a0]=_IcOa?bsa.\lbp^e^i[n\J_m_ccs[obd\.cb`j\/ae[a\n\u_e]&[l]p^b^J]p3) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1022107&fcatId=2&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২২।
আবেদনের শেষ সময়: ১১ ফেব্রুয়ারি ২০২২।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ
আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি
১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে
