Sunday, January 16 2022

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বড় নিয়োগ, শূন্যপদ ৭৪৯

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে বিভিন্ন পদে মোট ৭৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

  • ১. (ক) পদের নাম: সিস্টেম ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা: ১২
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • (খ) পদের নাম: সিস্টেম ইঞ্জিনিয়ার
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • (গ) পদের নাম: মেট্রোলজিস্ট
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ২. (ক) পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • (খ) পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার করপোরেট সেফটি/ ফ্লাইট ডেটা মনিটরিং
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেইনি (জেনারেল)
    পদসংখ্যা: ২৫
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগ্যাল অ্যাফেয়ার্স/ কোর্ট অ্যাফেয়ার্স
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৮. পদের নাম: মেডিকেল অফিসার
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/ কার্গো সেলস)
    পদসংখ্যা:
    বেতন: ২৬,৫০০-৫৭,৯৫০ টাকা।

  • ১০. পদের নাম: এয়ারক্রাফট মেকানিক
    পদসংখ্যা: ৩০
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১১. পদের নাম: জুনিয়র টেইলর কাম আপহোলস্টার
    পদসংখ্যা:
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১২. পদের নাম: ম্যাটারিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ১০
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৩. পদের নাম: প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৪. পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ১০০
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৫. পদের নাম: কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ৩০
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৬. পদের নাম: অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ১০
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৭. পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ১৪
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৮. পদের নাম: অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা: ২০
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ১৯. পদের নাম: অডিট অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ২০. পদের নাম: সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ২১. পদের নাম: প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট
    পদসংখ্যা:
    বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

  • ২২. পদের নাম: জুনিয়র এয়ারকন মেকানিক
    পদসংখ্যা:
    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

  • ২৩. পদের নাম: জুনিয়র ওয়েন্ডার জিএসই
    পদসংখ্যা:
    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

  • ২৪. পদের নাম: জুনিয়র পেইন্টার জিএসই
    পদসংখ্যা:
    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ২৫. পদের নাম: জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই
    পদসংখ্যা:
    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

  • ২৬. পদের নাম: জুনিয়র এমটি মেকানিক
    পদসংখ্যা:
    বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটের (http://bbal.teletalk.com.bd/) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ও নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে (http://biman.gov.bd/sites/default/files/files/biman-airlines.portal.gov.bd/job_information/136ac0a0_9e11_48d5_98bc_6f6dece0b3e8/2022-01-14-04-36-84bf7a64f6d2b760568d60042ca9b6ba.pdf)।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২২।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২২।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago