Thursday, January 20 2022

আইডিএলসিতে চাকরি, কর্মস্থল চট্টগ্রাম

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি লোকাল করপোরেট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অর্থনীতি, অ্যাকাউন্টিং বা ব্যাংকিং বিষয়ে এমবিএ বা বিবিএ ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা ক্রেডিট রেটিং এজেন্সিতে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: চট্টগ্রাম
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?`9\9]2a1`D[AaJ`paa]y^p[AanblbOao^/^o\.`b^j`bcsbob/b=`gZp]tcr`y\pcA]o^=\9[3`0`=]I]OZ?[sZ._l[paeai^n_b_Jbm]c_o[d_.]j_/ce]a_n_ucea&^l`pbb^J`p7) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1023999&fcatId=2&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২২।

আবেদনের শেষ তারিখ: ২৭ জানুয়ারি ২০২২।


RECENT NEWS

রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৬০,০০০

আবেদনের শেষ সময়: ৭ অক্টোবর ২০২২

yesterday

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নেবে প্রবেশনারি অফিসার, বেতন ৬৫০০০

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর  ২০২২

1 month ago