লক্ষ্মীপুরবাসীর জন্য সরকারি চাকরি
লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন ইউনিয়ন পরিষদ সচিব পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের জন্য লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
বয়স: ৬ ফেব্রুয়ারি প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা vas.quary@teletalk.com.bd বা dclakshmipur@mopa.gov.bd ই-মেইলে যোগাযোগ করা যাবে। নিয়োগ, আবেদন ও আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি
অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি ৫০০, সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ৫১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ মার্চ ২০২২।
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
