বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ
বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিলেশনশিপ অফিসার/ অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1028596&ln=1)
বিভাগ: এসএমই বিজনেস
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/ বিভাগ থাকা যাবে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের এসএমই/ করপোরেট রিলেশনশিপ ম্যানেজমেন্ট টিমে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?\6b5`2]1\DaA]J]p`acy[pbA]n^l^O]oZ/_ob.[j_s^o^/^=\g`pbrct`r\ybp_Aco`=c9a8`0\=ZIcOa?as`.\lap]e^icn[b\J^mccbs[obd[.bb`j\/`eca[n\u_e]&[l\p^bcJ\p3) লগইন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২২।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২২।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
