আন্তর্জাতিক সংস্থায় কক্সবাজারে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা টেরে ডেস হোমস ফাউন্ডেশন বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: এইচআর অ্যাসিন্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। তবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিবিএ/এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। এমএস এক্সেল ও এমএস অফিসের কাজ জানা বাধ্যতামূলক। যোগাযোগে দক্ষ হতে হবে। শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুল টাইম, চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ)
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসে ৩৯ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?4[6a2_1]D\A`J\p\a_ybpZAan\l^O]o\/coc.ab[jcb[s^o]/]=]g[p_ratbr_y[paA^oc=\2b8`0`=cOb?`sa._l[p`e]ncb]J[m]cbsao_da.`bbj_/[e`abn[u[e^&\lcp[b]Jcp[2) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1028624&fcatId=12&ln=1) থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২২
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
