Tuesday, February 15 2022

আইডিএলসিতে চাকরির সুযোগ

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্সেস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ট্যালেন্ট অ্যাকুইজিশন এক্সিকিউটিভ
    পদসংখ্যা:
    যোগ্যতা: এমবিএ/বিবিএ ডিগ্রি থাকতে হবে। তবে বিজনেস বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?1_9[3c1aD`A`J`p`acy\p^A[n`lbOao`/]o].[b_j^b_sboa/a=ag_pcr[tcy_p[Abo]=^3\0Z0\=`I]O\?Zs[.cl_pbe`ian]b^J_mac[o^d[.^b\jc/_e\a\n_u_eb&`l]p_baJ]p_6) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1030931&fcatId=2&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২২।

আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি ২০২২।


RECENT NEWS

বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

17 hours ago

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩

17 hours ago