গণস্বাস্থ্য কেন্দ্রে কক্সবাজারে চাকরি, বেতন ১ লাখ ২৬ হাজার
গণস্বাস্থ্য কেন্দ্র জনবল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজার প্রকল্পের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ক্লিনিক ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস পাস হতে হবে। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা শিবিরে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি, রোহিঙ্গা ও চট্টগ্রামের স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক চিকিৎসাসেবা সম্পর্কে জানাশোনা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: টেকনাফ (কক্সবাজার)
বেতন ও অন্যান্য সুযোগ–সুবিধা: মাসিক বেতন ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া মোবাইল বিল ও ইনস্যুরেন্স সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?\1b8`3^1]DaA]J]p`a_y[pbA]n_l^O^o[/[ob.[j_s^o_/^=]gapcr\t`r\ycp`Aao[=c5a0a0]=[IcOa?bsa.\lbp]e^iZn\J^mcccs[obd\.cb`j\/aeca\n\u_e]&[l\p^bZJ]p3) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1030851&fcatId=12&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি, ২০২২।
আবেদনের শেষ তারিখ: ২১ ফেব্রুয়ারি, ২০২২।
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
