রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, বেতন ৩০,০০০
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের বিবিএ বা বিকম বা বিবিএস ডিগ্রি থাকতে হবে। উচ্চতর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডেভেলপমেন্ট সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ এবং ট্যালি বা অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত, মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)
কর্মস্থল: ঢাকা (১), রাঙামাটি (১), খাগড়াছড়ি (১) ও বান্দরবান (১)
বেতন: মাসিক বেতন ৩০,০০০ টাকা।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?b9^0\3`1cD]AcJcp\a_yap^Acn[lcOco`/ao^.bbajbb[sco[/Z=cg\p_r`tby^p[A`oa=_8]1]0c=`I_O]?^s].bl^pce[i`nabbJ]m_c^sao^da._b\jb/]e_abnbu[ec&`lbp]b`Jbp9) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া–সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২২।
আবেদনের শেষ সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২২।
বেসরকারি সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি
আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৩

ওয়াটারএইডে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ, দুই দিন ছুটি
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০২৩
