এনসিসি ব্যাংকে চাকরি, বয়সসীমা ৩৫
বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেড কর্মকর্তা নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ক্রেডিট ইউনিটে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্রাঞ্চ ক্রেডিট অপারেশন, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রেডিট রিস্ক অ্যানালাইসিস ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। কোনো ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে নিয়োগ পাওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স: ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: ফুলটাইম
বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?7c1_3]1aDcA^J_pca]y`paA^n^l[O[oZ/aoa.^bcjabcs[o[/[=[gcp]r_t`r\ybp_A\o`=a6_1]0]=cI`O`?]s^.]lbp^e_i\nabbJbm[c`s_obd^.bb_j]/be]a`nbube\&^lapcb[Japc2) লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
