বাংলাদেশ ফাইন্যান্সে স্নাতক পাসে চাকরির সুযোগ
আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি এসএমই বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২-৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক ও ফাইন্যান্সিয়াল বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
বয়স: ২৩-৩৫ বছর
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট, আর্ন লিভ এনক্যাশমেন্ট, বাংলা নববর্ষ ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, চিকিৎসাভাতা, জীবনবিমা, ভ্রমণভাতা, মুঠোফোন বিল, পারফরমেন্স বোনাসসহ বছরে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?4_9[3c1`D_A^J`p_acy\p]Abn`laOao`/]o].[b_j]b_sboa/a=ag_pcr[tby_p[Abo\=]4[0\0c=_I\O\?cs].cl^p`e`i`n]b^J_mac[o^db.^b[jc/^eca\n^u^eb&`l]p_baJ]p_6) লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1030944&fcatId=2&ln=1) থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২।
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
