Wednesday, February 23 2022

আইডিএলসিতে চাকরি, আছে ইনসেনটিভের সুবিধা

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্স লিমিটেড কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি কনজ্যুমার ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: কালেকশন অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: বাণিজ্য বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রাজশাহী অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ইনসেনটিভসহ অন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এ লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?]1b7a3^1]DaA^J]paaZy[pbA]n_l^O^o[/[ob.[j_s^o_/^=]gapcrZt`r\ycp`A\o[=c0a2a0]=`IcOa?bsa.\lbp]e^i_n\J^mcccs[obd\.cb`j\/aeca\n\u_e]&[l\p^b_J]p3) লগইন করে আবেদন করতে হবে। আবেদন করার আগে এ লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1032701&fcatId=2&ln=1) থেকে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২২

আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২২


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

8 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

8 days ago