বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ
বেসরকারি খাতের বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ইনফরমেশন টেকনোলজি বিভাগে প্রোগ্রামার কর্মী নিয়োগ দেবে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি বা এ–সংক্রান্ত বিষয়ে কমপক্ষে বিএসসি পাস ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি/বিভাগ থাকা যাবে না।
অভিজ্ঞতা: যেকোনো স্বনামধন্য ব্যাংকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জাভা, এএসপি ডট নেট, এএসপি ডট নেট কোর, এইচটিএমএল ও জাভা স্ক্রিপ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?\6b7`3]1]DaA]J]p`acy[pbA]n_l^O]ob/]ob.[j_s^o^/^=\g`pbrct`r\ybp_Abo[=c7a0a0\=bIcOa?as`.\lap]e^ibn[b\J^mccbs[obd[.bb`j\/`eca\n\u_e]&cl\p^baJ\p3) লগইন করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২২।
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২২।
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন সাড়ে তিন লাখের বেশি
আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ
লিংক থেকে তারিখ জেনে নিন
