Wednesday, March 2 2022

আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সপ্তাহে দুই দিন ছুটি

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: কো–অর্ডিনেটর—অ্যাডমিন অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: বিজনেস বা ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক বিষয়ে জানাশোনা থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

কর্মস্থল: কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া একটি উৎসব বোনাস, সপ্তাহে দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, মুঠোফোন বিল ও মেডিকেল ভাতা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?6c3_3]1ZDcA^J\pca]y`paA_nZl[O[o`/aoa._bcjabcs\o[/[=[gcp]r_t`r\ycp_A\o`=a5_4^0]=cI`O`?^s^.]lbp^e[icnabbJcm[c`s_obd^.bb_j]/ce]a`nbube\&^lapcb[Japc0) লগইন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1034356&fcatId=12&ln=1) থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২২।

আবেদনের শেষ তারিখ: ৪ মার্চ ২০২২।


RECENT NEWS

বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

4 days ago

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩

4 days ago