public Monday, March 7 2022
চিটাগং ড্রাই ডক লিমিটেডে নবম-দশম গ্রেডে চাকরির সুযোগ
চিটাগং ড্রাই ডক লিমিটেড চাকরির জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (https://www.cddl.gov.bd/file/available_jobs/1646365675_20220304032655_Recruitment.pdf) প্রকাশ করেছে। ৭টি পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নবম ও দশম গ্রেডের এসব পদে মোট ৮ জন নিয়োগ পাবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত।
বিজ্ঞাপন
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে (https://www.cddl.gov.bd/file/available_jobs/1646365675_20220304032655_Recruitment.pdf)।
আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত।
RECENT NEWS
বিসিএস প্রশাসন একাডেমিতে একাধিক পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা: ২৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর ২০২৩

দ্য ডেইলি স্টারে চাকরি, নবীন স্নাতকদেরও আবেদনের সুযোগ
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৩
