public Saturday, March 12 2022
বিইউপিতে ১৭ পদে ২৪ জনের চাকরির সুযোগ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ১৭টি পদে মোট ২৪ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। এসব পদের জন্য আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
আবেদন ফি
সব পদের আবেদন ফি ৭০০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (https://www.bup.edu.bd/careers) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করা যাবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ এপ্রিলের মধ্য ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন।
*চাকরির বিস্তারিত দেখুন এখানে (https://www.bup.edu.bd/system/uploads/notice/file/815/Advertisement-36th_Permanent_Recruitment.pdf)
আবেদন করা যাবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।
RECENT NEWS
কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডে চাকরি, বেতন সাড়ে তিন লাখের বেশি
আবেদনের শেষ সময়: ৮ এপ্রিল ২০২৩

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ
লিংক থেকে তারিখ জেনে নিন
