বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ২৪,৮২৫
বেসরকারি উন্নয়ন সংস্থা হিড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি হিসাবরক্ষক পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টস/মাইক্রোফাইন্যান্স-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির হিসাব পরিচালনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়স ২৫-৩৫ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: মাসিক বেতন ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ২১,৩৫০ থেকে ২৪,৮২৫ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: ছয় মাস প্রবেশনারিকালে মোবাইল বিল, লাঞ্চ ভাতা ও যাতায়াত ভাতা পাবেন। প্রবেশনারি সময় শেষ হলে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার ভাতা, যাতায়াত, ইনসেনটিভ, চিকিৎসা তহবিল, আনুষঙ্গিক বিমাসুবিধা, সার্টিফিকেটসহ দীর্ঘমেয়াদি সেবা, অক্ষমতা সুবিধা (বিধি মোতাবেক) প্রভৃতি দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে (https://mybdjobs.bdjobs.com/mybdjobs/signin.asp?1c4_3]1_DcA^J]pca]y`paA_n\l[O[ob/aoa._bcjabcs\o[/[=[gcp]r_t`r]ycp_A\o`=a9_7^0]=cI`O`?^s^.]lbp^e]iZnabbJcm[c`s_obd^.bb_j]/ce]a`nbube\&`lapcb[Japc0) লগইন করে আবেদন করতে হবে। আবেদনের আগে এই লিংক (https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1037491&fcatId=12&ln=2) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২২
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ
আবেদনের শেষ সময়- ২৪ মার্চ, ২০২৩

৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২ এর প্রিলিমিনারি টেস্টের সময়সূচি
১৯.০৫.২০২৩ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে
